১৩২ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪৮২১১ হাজি
ঢাকা: সৌদি আরবে হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ২১১ জন বাংলাদেশি হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৮টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৭৪টিসহ মোট ১৩২টি ফিরতি ফ্লাইটে তাঁরা দেশে ফেরেন।
গতকাল রাতে মন্ত্রণালয় সূত্রে সর্বশেষ আপডেটে হাজিদের দেশে ফেরার এ তথ্য জানানো হয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে সৌদি আরব যান।
গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের মোট ৩৬৫টি ফ্লাইট যোগে হাজিরা সৌদি আরবে গিয়েছেন। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশি সব হাজিকে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।