এরশাদ ইতিহাসের পাতায় অমোচনীয় স্বাক্ষর রেখেছেন : বি চৌধুরী

404

ঢাকা: হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের ইতিহাসে অমোচনীয় স্বাক্ষর রেখে গেছেন বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী)। এরশাদের মৃত্যুতে আজ রবিবার গণমাধ্যমে দেওয়া এক শোক বাণীতে তিনি এ কথা বলেন

তিনি আরো বলেন, উত্থান-পতন, সাফল্য-ব্যর্থতায় বর্ণিল জীবনের অধিকারী জেনারেল এরশাদ প্রবল প্রতিরোধের মুখেও একটি রাজনৈতিক সংগঠন ধরে রেখেছিলেন ও বহু অনুসারী সৃষ্টি করেছেন। তিনি ইতিহাসের পাতায় অমোচনীয় স্বাক্ষর রেখে গেছেন।

বি চৌধুরী বলেন, আমি জেনারেল এরশাদের আত্মীয়-পরিজন, বন্ধু-অনুসারীদের জন্য আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।

প্রসঙ্গত, গত ১০ দিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন এরশাদ। আজ রবিবার সকাল পৌনে ৮টায় তার মৃত্যুর ঘোষণা দেন চিকিৎসকরা।

Leave A Reply

Your email address will not be published.