মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

214

ঢাকা: বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানোনো হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সোমবার (১৭ জুন) বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানিয়েছেন।

তিনি বলেন, নিয়মিত এজেন্ডার বাইরে দু’টি বিষয় নিয়ে সভায় আলোচনার হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ১৯১ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে ইকোসক’র সদস্য নির্বাচিত হয়েছে। এজন্য পাওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিপরিষদ অভিনন্দন জানিয়েছে। এটি একটি বিরল সম্মানের বিষয় বলে তিনি মন্তব্য করেছেন।

সচিব বলেন, এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ, অভিনেতা, চলচ্চিত্রকার অধ্যাপক মমতাজ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রিপরিষদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

Leave A Reply

Your email address will not be published.