জুলাই থেকে আকাশে উড়বে ‘গাঙচিল’

341

ঢাকা: বাংলাদেশ বিমানে যুক্ত হচ্ছে আরেকটি নতুন ড্রিমলাইনার ‘গাঙচিল’। আসন্ন ২৪ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে তৃতীয় বোয়িং ৭৮৭-৮ মডেলের এই ড্রিমলাইনার।

আগামী ২৩ জুলাই যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে বাংলাদেশের পথে যাত্রা করবে ড্রিমলাইনারটি। এর মধ্য দিয়ে বিমানবহরে ড্রিমলাইনারের সংখ্যা দাঁড়াবে ৩টি।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চারটি ড্রিমলাইনার উড়োজাহাজের নাম পছন্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুলো হলো- ‘আকাশবীণা’, ‘হংসবলাকা’, ‘গাঙচিল’ ও ‘রাজহংস’।

‘গাঙচিল’ উড়োজাহাজটির উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৮ জুলাই। তবে এজন্য প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষা করছে বিমান কর্তৃপক্ষ।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য ২ দশমিক বিলিয়ন ইউএস ডলারের চুক্তি করে।

Leave A Reply

Your email address will not be published.