পারল না অস্ট্রেলিয়া

329

বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এবং মহারণ ছিল এই ম্যাচ। লন্ডনের কেনিংটন ওভালে ভারত-অস্ট্রেলিয়া লড়াই। বিশ্বকাপের অন্যতম দুই দাবিদার। তাদের লড়াই দেখতে মুখিয়ে ছিল পুরো ক্রিকেট বিশ্ব। শেষ পর্যন্ত জয় হলো ভারতেরই।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৩৬ রানের ব্যবধানে হেরে গেল অস্ট্রেলিয়া। ইনিংসের ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

এর আগে ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শেখর ধাওয়ান ও বিরাট কোহলির অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩৫২ রান সংগ্রহ করেছে কপিল দেবের উত্তরসূরীরা।

আজ রবিবার ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ছিল ছন্নছাড়া বোলিং। আর এই বোলিংয়ের সুযোগ নেয় ভারতীয় দল। বিশাল চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে। জিততে হলে ৩৫৩ রান করতে হবে অস্ট্রেলিয়া দলকে। 

বিশাল লক্ষ্য নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়াকে জিততে হলে রেকর্ড ভাঙতে হবে। কারণ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি এখন আয়ারল্যান্ডের দখলে। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড।

অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিজেদের প্রথম দুই ম্যাচে হারিয়েছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। 

ওয়ানডে র‌্যাংকিংয়ে ভারত এগিয়ে থাকলেও বিশ্বকাপ মঞ্চে চিরকালের ফেভারিট অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেটে দু’দলের আগের ১৩৬ ম্যাচে ভারতের ৪৯ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ৭৭টি। বাকি ১০টি ম্যাচ হয় পরিত্যক্ত।

Leave A Reply

Your email address will not be published.