বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ

319

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ শ্রীলঙ্কার জন্য। বোলিং হাতের কনুই আঙ্গুলে ইনজুরির কারণে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার নুয়ান প্রদীপ। ৩২ বছর বয়সী এই বোলারের ফিটনেস ফিরে পেতে এক সপ্তাহ সময় লাগতে পারে বলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে জানানো হয়েছে।

সতীর্থ কুসল পেরেরার সাথে নেটে বোলিং অনুশীলনকালে ইনজুরিতে পড়েন প্রদীপ। কুসলের একটি বল সরাসরি মুখে লাগা থেকে ফেরাতে ডান হাত বাড়িয়ে দিলে আঘাত পান প্রদীপ। হাতের একটি আঙ্গুল ডিসলোকে হয়ে গেলে তাতে হাসপাতালে নেয়া হয়।

দলের অন্যতম সেরা এ বোলারের ইনজুরি তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া লঙ্কানদের জন্য খুবই দুর্ভাগ্যের। আফগানিস্তানের বিপক্ষে কার্ডিফে ৩৪ রানে জয় পাওয়া ম্যাচে ৩১ রানে ৪ উইকেট নিয়ে সেরা খেলোযাড় নির্বাচিত হয়েছিলেন প্রদীপ।

অবস্থা খুব খারাপ হলে তার পরিবর্তে লঙ্কা দলে সুযোগ হতে পারে কাসুন রাজিথার। স্ট্যান্ড বাই হিসেবে রাজিথা বর্তমানে দলের সঙ্গে ইংল্যান্ড অবস্থান করছে। আগামী ১১ জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় লঙ্কানদের মুখোমুখি হবে টিম টাইগার।

Leave A Reply

Your email address will not be published.