ম্যাচ হারলেও সাকিবের ঝুড়িতে নতুন রেকর্ড
স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করার পর এবার সেঞ্চুরি করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করার পর এবার সেঞ্চুরি করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ শনিবার (৮ জুন) ইংল্যান্ডের বিপক্ষে ১১৯ বলে ১২টি চার ও একটি ছক্কার সাহায্যে ১২১ রান করেন। ওয়ানডেতে এটি তার ৮ম সেঞ্চুরি।
আর এই রান করার মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে তিন ম্যাচে সাকিবের সংগ্রহ ২৬০। এর আগের দু’ম্যাচে ১৩৯ রান সংগ্রহ করেছিলেন সাকিব।
এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে সাকিব জেসন রয় এবং জস বাটলারকে ছাড়িয়ে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে উঠে যান।
তিন ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিসহ সাকিবের রানে এখন ২৬০ রান। এ পর্যন্ত তিনিই ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন।
বিশ্বকাপে ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা ইংলিশ ওপেনার জেসন রয়ের তিন ম্যাচে সংগ্রহ ২১৫ রান। সমান ম্যাচে আরেক ইংলিশ ক্রিকেটার জস বাটলারের সংগ্রহ ১৮৫।
এছাড়া ইংলিশ ব্যাটসম্যান জু রুট ১৭৯ রান ও মুশফিকুর রহিম ১৪১ রান নিয়ে যথাক্রমে ৪র্থ ও ৫ম স্থানে রয়েছেন। এরপরের অবস্থানে রয়েছেন ভারতের রুহিত শর্মা (১২২রান), দক্ষিণ আফ্রিকার ডোসেন (১২৩)।