যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্ক করল চীন

328

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক অস্ত্রহামলায় প্রাণহানির ঘট্না এবং দুই দেশের বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে দেশটিতে নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে চীন। যুক্তরাষ্ট্র ভ্রমণে ঝুঁকির বিষয়টি নাগরিকদের পুরোপুরি মূল্যায়ন করতে বলেছে বেইজিং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে বিবিসি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এছাড়া যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদের নামেও চীনা নাগরিকদের হয়রানি করছে।এ ভ্রমণ সতর্কতার বিষয়ে চীনা সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে একজন উপস্থাপক বলেন, যুক্তরাষ্ট্রে সম্প্রতি ঘন ঘন এলোপাতাড়ি গুলি, ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ঘুরতে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের ঝুঁকির বিষয়গুলো ভালোভাবে মূল্যায়ন করতে বলেছে।

Leave A Reply

Your email address will not be published.