পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যাক্ত

351

স্পোর্টস ডেস্ক: পরিত্যক্ত হয়ে গেছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। বৃষ্টিতে ব্রিস্টনের ম্যাচে টস করাও সম্ভব হয়নি। পরিত্যক্ত ঘোষণা করায় দুই দলই ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র লাইভ আপটেডে জানা গেছে, বাংলাদেশ সময় রাত ৮-১৫ মিনিটে (স্থানীয় সময় বিকেল ৩-১৫ মিনিট) মাঠ পরিদর্শনে যান আম্পায়াররা। এরপর ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত জানান তারা।

পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজেভাবে হেরে বিশ্বকাপ শুরু করলেও পাকিস্তান পরের ম্যাচে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করা শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে হারিয়েছে আফগানিস্তানকে।

অতীত পরিসংখ্যান কথা বলছে পাকিস্তানের পক্ষে। সবশেষ পাঁচ ওয়ানডেই তারা জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। আর বিশ্বকাপে ৭ বারের দেখায় সব ম্যাচ হেরেছে লঙ্কানরা।

Leave A Reply

Your email address will not be published.