আবেদন করলেই আউট দিয়ে দেয়া হচ্ছিল: ব্রাফেট
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ সবেমাত্র শুরু হয়েছে৷ আর তার মধ্যেই আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠে গেল৷ বৃহস্পতিবার (৬ জুন) ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচে এক বা দুই নয়৷ একেবারে চার চারটি ভুল করে কাঠগড়ায় দুই ফিল্ড আম্পায়ার নিউজিলান্ডের ক্রিস গ্যাফানি এবং শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে৷
এ বিষয়ে চুপ নেই ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটাররাও। আম্পায়ারদের প্রকাশ্যে একহাত নিতে দেখা গেছে দলটির অলরাউন্ডার কার্লোস ব্রাফেটকে। শাস্তির তোয়াক্কা না করেই তিনি বলেন, ‘আমি জানি না আমার কথার জন্য আমাকে জরিমানা করা হবে কি-না। কিন্তু আমি বলতে চাই খুবই হতাশাজনক আম্পায়ারিং হয়েছে ম্যাচে। এমনকি আমরা যখন বল করছিলাম তখন অনেকগুলো ঠিক বলকেও ওয়াইড দেয়া হচ্ছিল।’
ক্যারিবিয় এই অলরাউন্ডার আরও বলেন, ‘তিনটি ভুল সিদ্ধান্ত আমাদেরকে ঝুঁকিপূর্ণ জায়গায় ফেলে দিয়েছিল। ড্রেসিং রুমেও যার প্রভাব পড়ে। ২৮০ রানের লক্ষ্য তাড়া করে নেমে ক্রিসকে দ্রুতই হারিয়ে ফেলা- যে কিনা একাই ১৮০ করতে পারে। আমরা দারুণ শুরু চেয়েছিলাম যা তারা ভেঙে দিয়েছে।’
তিনি বলতে থাকেন, ‘আমাদের প্যাডে লাগা মাত্রই তারা আঙুল তুলে দিচ্ছিল (আউট)। তবে আমরা যখন বোলিং করেছি তখন তাদের আঙুল নিচেই থাকতো। আমি কোনো প্রযুক্তিবিদ নই। আমি জানি না কেমন এমন হচ্ছিল। তবে আমি লক্ষ্য করে আসছি বেশ কিছু বছর ধরেই আমাদের সঙ্গে এমন হয়ে আসছে।’