সাকলাইন মুশতাকের পর নিজের নাম লেখালেন বোল্ট

388

স্পোর্টস ডেস্ক: আইসিসির প্রকাশিত দ্রুততম দশ দেড়শ উইকেটশিকারীর তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের পেস তারকা ট্রেন্ট বোল্ট। গতকাল বুধবার নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচে ট্রেন্ট বোল্ট ২ উইকেট নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন। এই তালিকায় জায়গা হয়নি কোনো বাংলাদেশি বোলারের। ভারতের কোনো বোলারের নামও দেখা যায়নি আইসিসি প্রকাশিত এই তালিকায়।

বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রচণ্ড লড়াই শেষে ২ উইকেটে হার মানে বাংলাদেশ। বোল্ট ছাড়া ম্যাট হেনরি ৪টি উইকেট নেন। তারপরেই এই তালিকা প্রকাশ করে আইসিসি। প্রকাশিত তালিকায় প্রথম স্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলাইন মুশতাক। এই তালিকায় নাম রয়েছে আরও ৩জন পাকিস্তানি বোলারের। তারা হলেন ওয়াকার ইউনিস, শোয়েব আখতার এবং সাঈদ আজমল।টুইটারে ছবি দেখুন

টুইটারে ছবি দেখুন

Cricket World Cup@cricketworldcup

👏

After his two wickets today, @trent_boult became the second fastest bowler to take 150 ODI wickets ২,০৫৭১১:১২ PM – ৫ জুন, ২০১৯১৫৫ জন লোক এই সম্পর্কে কথা বলছেনটুইটার বিজ্ঞাপন তথ্য ও গোপনীয়তা

Leave A Reply

Your email address will not be published.