যুদ্ধে জড়ালে শত্রুরা অনুতপ্ত হবে : ইরানের সেনাপ্রধান

328

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে শত্রুরা অনুতপ্ত হবে। বুধবার তেহরানে আইআরআইবি নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সাইয়্যেদ মুসাভি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে। যুদ্ধের মতো কিছু ঘটলে শত্রুরা অনুশোচনা করতে বাধ্য হবে।এছাড়া আজ ইরানের সেনাবাহিনীর প্রধান সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজের তৎপরতা ও অপপ্রচার সম্পর্কে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বের কোনো দেশকেই পানিসীমার ধারে কাছে ঘেষতে দেবে না।

তিনি বলেন, ইরান পারস্য উপসাগর এবং ওমান সাগরে শত্রুদের সব তৎপরতার ওপর নজর রেখেছে। মধ্যপ্রাচ্যে অনিরাপত্তার জন্য বিদেশি সেনা উপস্থিতি দায়ী বলে তিনি মন্তব্য করেন।

Leave A Reply

Your email address will not be published.