বিশ্বকাপে ক্রিকেট প্রথম উইকেট নিয়েছেন যারা
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেট শিকারে সর্বশেষ নাম ইমরান তাহিরের। দক্ষিণ আফ্রিকান এই মুসলিম ক্রিকেটার বৃহস্পতিবার ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টোকে সাজঘরে ফেরানোর মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান।
এর আগে ২০১১ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে, ভারতীয় তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরকে আউট করার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপে প্রথম উইকেট শিকার করেন মহিন্দর অমরনাথ। ভারতীয় এই পেসার বিশ্বকাপের প্রথম আসরের প্রথম ম্যাচে ইংলান্ডের ওপেনার জন জেমসনের উইকেট শিকার করেন।
১৯৭৯ সালের বিশ্বকাপে ভারতের তারকা ওপেনার সুনীল গাভাসকারের উইকেট শিকার করেন ক্যারিবীয় পেসার স্যার অ্যান্ডি রবার্টস।
১৯৮৩ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রথম উইকেট শিকার করেন নিউজিল্যান্ডের পেসার ল্যান্স কেয়ারনেস।
১৯৮৭ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম উইকেট শিকার করেন শ্রীলংকান পেসার রমেশ রত্নয়েকে।
১৯৯২ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের ওপেনার জন রাইটকে আউট করার মধ্য দিয়ে প্রথম উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ান পেসার ক্রেগ ম্যাকডার্মট।
১৯৯৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম উইকেট শিকার করেন ইংল্যান্ডের পেসার ডোমিনিক ক্রোক।
১৯৯৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার অ্যালান মুললি প্রথম উইকেট শিকার করেন।
২০০৩ সালের বিশ্বকাপে প্রথম উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকান পেসার শন পোলক।
২০০৭ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম উইকেট শিকার করেন পাকিস্তানের তারকা পেসার উমর গুল।
২০১৫ সালের বিশ্বকাপে প্রথম উইকেট শিকার করেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড।
৩০মে বৃহস্পতিবার ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত বিশ্বকাপের চলতি আসরের প্রথম উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির।