জার্মান দলে নেই ক্রুস, স্টেগান

462

স্পোর্টস ডেস্ক: দুই অভিজ্ঞ তারকা টনি ক্রুস ও মার্ক আন্দ্রে টের স্টেগানকে ছাড়াই আসন্ন ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করলো জার্মান। এছাড়া এস্তোনিয়া ও বেলারুশের বিপক্ষে ম্যাচ দুটির দলে জায়গা হয়নি আরে বেশ কয়েকজন তারকার। 

দলে জায়গা হারিয়েছেন বায়ার্ন মিউনিখের তারকাত্রয়ী-ম্যাটস হামেলস, টমাস মুলার এবং জেরোমে বোয়েটাং। তাদের ফের দলে ফেরার দরজা প্রায় বন্ধ। তবে বার্সা গোলরক্ষক টের স্টেগানের না থাকার কারণ ইনজুরি। তার স্থলাভিষিক্ত হয়েছেন ম্যানুয়েল নয়্যার। আর ইনজুরির কারণেই ছিটকে পড়েছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুস।জার্মানির স্কোয়াড

গোলরক্ষক: 
মানুয়েল নুয়্যার, বার্নড লেনো, কেভিন ট্র্যাপ।

রক্ষণভাগ: 
নিকলাস সুলে, ম্যাটস হুম্মেলস, ম্যাথিয়াস গিন্টার, নিকো স্কালজ, থিলো কেহরের, লোকাস 
ক্লোস্টেরমান, ইয়োনাথান তাহ, নিকলাস স্টার্ক, মার্সেল হ্যালস্টেনবার্গ, ইয়োনাস হেক্টর।

মিডফিল্ডার/আক্রমণভাগ: 
জশোয়া কিম্মিচ, ইউলিয়ান ব্রান্ট, ইলকাই গুন্ডোগান, টিমো ভার্নার, মার্কো রিউস, কাই হাভেরৎজ, লেরয় সানে, সার্জে ন্যাবরি, লিওন গোরেৎস্কা।

Leave A Reply

Your email address will not be published.