বান্ধবীর মামলায় গ্রেফতার হলেন ম্যারাডোনা

454

স্পোর্টস ডেস্ক: সাবেক বান্ধবী রোচিও অলিভার করা মামলায় গ্রেফতার হলেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা।

বৃহস্পতিবার মেক্সিকো থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়। খবর দ্য সানের।

গত ডিসেম্বরে বান্ধবী রোচিও অলিভার সঙ্গে বিচ্ছেদ হয় ম্যারাডোনার। বিচ্ছেদের পর অলিভা অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে ম্যারাডোনার বিরুদ্ধে ৯ মিলিয়ন ডলার বা ৭৬ কোটি টাকার মামলা করেন।

সে মামলার জেরেই মেক্সিকো থেকে ফেরার পথে গ্রেফতার করা হয় ম্যারাডোনাকে। তবে গ্রেফতারের পর তাকে কারাগারে নেয়া হয়নি।তাকে আটক না রেখে গ্রেফতার দেখিয়ে ছেড়ে দিয়েছে দেশটির পুলিশ। পাশাপাশি তাকে একটা নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে আগামী ১৩ জুন এ মামলার শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে এই ফুটবল কিংবদন্তিকে। স্যান মিগুয়েলের পারিবারিক আদালতে ম্যারাডোনার বিরুদ্ধে এ মামলা লড়বেন অলিভা।

২০১২ সালে প্রথম দেখা হয়েছিল দুজনের। এর পর প্রেম ও একসঙ্গে পথচলা। গত ডিসেম্বরে ছয় বছরের সম্পর্কের ইতি টানেন অলিভা।

Leave A Reply

Your email address will not be published.