ইরান-মার্কিন উত্তেজনা কমাতে ভূমিকা রাখছে ওমান

327

আর্ন্তজাতিক ডেস্ক: ইরান-মার্কিন উত্তেজনা কমাতে অন্যান্যদের সঙ্গে ওমানও চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক টুইটে জানিয়েছেন।-খবর আরব নিউজের

শুক্রবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাওয়ি বলেন, এখানে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে গোটা বিশ্ব এবং উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্র ও ইরানও হামলার ঝুঁকির বিষয়ে অবগত।

গত সোমবার তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে তার বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান, দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে ওমান।

১৯৮০ সালের দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটলে তাতে মধ্যস্থতার ভূমিকা রেখেছিল ওমান।

তেহরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বর্তমানে দুই দেশের মধ্যে দীর্ঘ অচলাবস্থা চলছে।

ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে নিজের শক্তিপ্রদর্শনে রণতরী, বি-৫২ বোমারু বিমান ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, তাদের দেশে বোমা হামলা করা হলেও তারা আত্মসমর্পণ করবেন না।

Leave A Reply

Your email address will not be published.