বিশ্বকাপে ইংল্যান্ডের বোলিং পরামর্শক সাকলাইন মুশতাক
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ইংলিশ বোলারদের সহায়তা দেবেন পাকিস্তানের কিংবদন্তি অফস্পিনার সাকলাইন মুশতাক। আগামী ৩০ মে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন দুসরার জনক।
ডেইলি এক্সপ্রেস পত্রিকার সঙ্গে আলাপে সাকলাইন বলেন, ‘পাকিস্তান আমার প্রথম চয়েজ। আমি সবসময় চাই পাকিস্তানের হয়ে কাজ করতে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমাকে সে সুযোগ করে দেয়নি।’
আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট। তার আগেই লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে সাকলাইনের। বিশ্বকাপে পাঁচ ম্যাচে ইংল্যান্ডের বোলিং পরামর্শ হিসেবে কাজ করবেন তিনি।
এর আগেও দুইবার চুক্তিতে ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে যুক্ত ছিলেন সাকলাইন। পাকিস্তানের হয়ে টেস্ট এবং ওয়ানডে মিলে ২১৮ ম্যাচ খেলে ৪৯৬ উইকেট শিকার করেন মুশতাক।
প্রসঙ্গত, আগমাী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড।