আলেম ওলামা ও এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

431

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, শারীরিক প্রতিবন্দী শিশু এবং আলেম ওলামাদের সঙ্গে নিয়ে ইফতার করেছেন। রবিবার গণভবনে প্রাঙ্গণে সবাইকে নিয়ে এ ইফতারে অংশ নেন তিনি। খবর বাসসের

এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়-স্বজনরা ইফতার অনুষ্ঠানে যোগ দেন।ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। 

মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা নেসা এবং ১৫ আগস্টে গ্রেনেড হামলায় শহীদদের ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.