ইহুদি উপাসনালয়ে হামলার পর নিজেই পুলিশকে ফোন করে বন্দুকধারী

313

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের একটি ইহুদি উপাসনালয় ‘সিনাগগে’ হামলা চালিয়েছে একজন বন্দুকধারী যুবক। এতে অন্তত ১ নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

জানা গেছে, হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান বন্দুকধারী ১৯ বছর বয়সী ওই যুবক। এরপর নিজেই ৯১১ নম্বরে পুলিশকে ফোন দিয়ে তাকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করতে বলে।সান দিয়েগো পুলিশ প্রধান ডেভিড নেসলিত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার ওই সিনাগগে পাসওভার অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। হামলার পর উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ২৫৩ জন নিহত হয়। আহত হয় আরও পাঁচ শতাধিক।

সূত্র: সিএনএন

Leave A Reply

Your email address will not be published.