শ্রীলঙ্কায় নিষিদ্ধ আইএস ঘনিষ্ঠ ২ ইসলামি সংগঠন

289

আর্ন্তজাতিক ডেস্ক: শ্রীলঙ্কা জুড়ে হামলার ঘটনায় দেশটির ২ ইসালমি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ওই দুই সংগঠনকে নিষিদ্ধ করেন।

নিষিদ্ধ ২ সংগঠন হল ন্যাশনাল তৌহিদ জামাত(এনটিজে) ও জামাত-ই-মিল্লাতু ইব্রাহিম(জেএমআই)।এই দুই সংগঠনের সঙ্গে আইএসের যোগাযোগ রয়েছে বলে মনে করছে শ্রীলঙ্কা পুলিশ। গত ২১ এপ্রিল বিস্ফোরণের পেছনে ন্যাশনাল তৌহিদ জামাতকেই দায়ি করছে শ্রীলঙ্কা সরকার। যদিও আইএস ওই বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই দুই সংগঠনের কার্যকলাপ নিষিদ্ধ করা হল। পাশাপাশি তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। দেশের অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকেও নিষিদ্ধ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.