রাসেল-লরার যেই দৃশ্যে ভাইরাল (ভিডিও)

295

স্পোর্টস ডেস্ক: ভয়ংকর, বিধ্বংসী, আগ্রাসী, আক্রমণাত্মক- একসঙ্গে অসংখ্য বিশেষণ জুড়ে দেয়া যায় কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান মহাতারকা আন্দ্রে রাসেলের নামের পাশে। তাছাড়া ক্রিকেটাঙ্গনে চুমুর জন্যও এই মুহূর্তে ভাইরাল হয়েছেন তিনি।  

আন্দ্রে রাসেলকে তার স্ত্রী জ্যাসিম লরার সঙ্গে আজকাল প্রায় চুম্বনরত অবস্থায় দেখা যাচ্ছে।  কথিত আছে, ক্রিকেটারের স্ত্রীদের মধ্যে তিনিই নাকি সবচেয়ে আবেদনময়ী। সেইসব চুমুর দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল সাইটেও।  গত বছর জ্যাসিমের সঙ্গে বিয়ের পর্ব সেরে ফেলেছেন রাসেল। এর আগে তারা দীর্ঘদিন প্রেম আর লিভ ইন করেছেন। প্রতিটি সফল পুরুষের সাফল্যের জন্য কোনো না কোনো নারীর অবদান থাকে। আন্দ্রে রাসেলের জন্য লরাই হলেন ভালো খেলার অনুপ্রেরণা। এই তরুণীকে নিজের ‘লেডি লাক’ বলে থাকেন জ্যামাইকান ক্রিকেট তারকা। এই মুহূর্তে আন্দ্রে রাসেল আইপিএলে খেলছেন। ব্যাটে বলে দাপিয়ে বেড়াচ্ছেন। তবে ব্যাট হাতেই তিনি প্রতিপক্ষ শিবিরে সবচেয়ে বেশি ত্রাসের সৃষ্টি করেছেন। 

Leave A Reply

Your email address will not be published.