লিস্টারশায়ারে টাইগারদের বাড়তি নিরাপত্তা দেবে না ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: সম্প্রতি নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চ হামলার ঘটনার জেরে বিশ্বকাপের আগে লিস্টারশায়ারে ৭-৮ দিন অনুশীলন ক্যাম্পের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তারা তা নাকচ করে দিয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ইসিবি জানিয়েছে, লিস্টারশায়ারে বাংলাদেশকে সশস্ত্র নিরাপত্তারক্ষী দেয়া সম্ভব নয়। তবে বিশ্বকাপ চলাকালীন আমাদের দলের সঙ্গে দুজন নিরাপত্তা লিয়াজোঁ কর্মকর্তার থাকার কথা। তারা এখন লিস্টারশায়ার থেকেই দায়িত্ব পালন করবেন। তাদের খরচ বহন করবে বিসিবি। তারা প্রয়োজনে নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন।আগামী ২৩ মে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের কার্যক্রম শুরু হবে। এর আগ পর্যন্ত লিস্টারশায়ারে নিজেদের ব্যবস্থাপনায় অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। এদিকে আসন্ন ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের (এসিবি) কাছে বিশেষ নিরাপত্তা চেয়েছে বিসিবি। আদৌ তা দেয়া সম্ভব কিনা দ্রুত জানতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫ মে শুরু হবে তিন জাতি সিরিজ।