জোকোভিচের বিদায়

283

স্পোর্টস ডেস্ক: মন্টেকার্লো মাস্টার্সে আবার ব্যর্থ নোভাক জোকোভিচ। এবারের আসরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন সার্বিয়ান তারকা। শেষ আটে রাশিয়ার দানিল মেদভেদেভের কাছে হেরেছেন তিনি ৬-৩, ৪-৬, ৬-২ গেমে। শুক্রবার জোকারের বিদায়ের দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছেন আরেক মহাতারকা রাফায়েল নাদাল।

২০১৩ ও ২০১৫ সালে মন্টেকার্লো মাস্টার্স জিতেছিলেন জোকোভিচ। এবার আরেকটি শিরোপার খোঁজে নেমেছিলেন মোনাকোর ক্লে কোর্টে। কিন্তু থমকে গেলেন শেষ আটেই। ২০১৯ সাল শুরু করেছেন জোকোভিচ সাফল্য দিয়ে। জানুয়ারিতে জেতেন অস্ট্রেলিয়ান ওপেন।

এরপরই ছন্দপতন। গত মাসে ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ড ও মিয়ামি ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেন তিনি। জোকোভিচ হারলেও সেমিফাইনাল নিশ্চিত করেছেন প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন নাদাল। ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টাইন গাইদো পিলার বিপক্ষে পেয়েছেন ৭-৬ (৭-১), ৬-৩ গেমের জয়।

প্রথম সেটে ৪-১ গেমে পিছিয়ে ছিলেন স্প্যানিশ তারকা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান ‘ক্লে কোর্টের রাজা’। ফাইনালে ওঠার লড়াইয়ে নাদাল মুখোমুখি হবেন ইতালির ফাবিও ফোগনিনির।

Leave A Reply

Your email address will not be published.