খেলা এবং বিয়ের অনুষ্ঠান নিয়ে বিপাকে মুমিনুল

288

স্পোর্টস ডেস্ক: আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছেন বিয়ের। আগামী ১৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসবেন জাতীয় দলের ‘টেস্ট স্পেশালিস্ট’ খ্যাত মুমিনুল হক। কিন্তু বিয়ের আগে এক অন্য রকম সমস্যায় পড়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তার বিয়ের দিনেই আছে ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চলতি লিগে ৮ ম্যাচে ৫৪.১৬ গড়ে ৩২৫ রান করেছেন মুমিনুল। সুপার লিগের তৃতীয় পর্বে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে রূপগঞ্জের ম্যাচটা পড়েছে ঠিক ১৯ এপ্রিল। তাই কোন উপায় না পেয়ে ছুটে  গিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে কিন্তু তাতে খুব বেশি লাভ হয়নি। সিসিডিএম তার কথায় সাড়া দেয়নি। মাত্র একজন খেলোয়াড়ের জন্য ম্যাচ বন্ধ করতে রাজি হয়নি। সব মিলিয়ে এখন বিপাকে পড়েছেন মুমিনুল। বিয়ের গাড়িতে উঠবেন না খেলার মাঠে নামবেন?

Leave A Reply

Your email address will not be published.