শিশিরের মুখে হাসি ফোটাতে যে উপহার পাঠালেন সাকিব

195

স্পোর্টস ডেস্ক: আইপিএল খেলার সুবাদে সুদূর ভারতে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। এরই মাঝে গতকাল ১৪ এপ্রিল ছিল বাংলা ১৪২৬ সালের প্রথম দিন। প্রতিবছর দিনটি বাঙালি সংস্কৃতিতে উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালিরা দিনটি উৎসব মুখর পরিবেশে কাটিয়েছে। কিন্তু দূরে থাকলেও নববর্ষের কথা ভুলে যাননি সাকিব। তাই তো সুদূর ভারত থেকে স্ত্রী শিশিরকে উপহার হিসেবে একটি শাড়ি পাঠিয়েছেন। যা পেয়ে আবেগে আপ্লত সাকিবপত্নী ফেসবুক একটি স্ট্যাটাস দিয়ে তার ভক্তদের জানিয়েছেন। 

ইংরেজিতে লেখা শিশিরের সেই স্ট্যাটাসের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ”ঐতিহ্যবাহী বৈশাখী শাড়ি কিন্তু এটা আমার কাছে আরও বিশেষ কিছু। কারণ বিশেষ একজন মানুষ এটা আমাকে পাঠিয়েছে। বছরের প্রথম দিনের জন্য সেটি আগেই অর্ডার করা হয়েছিল এবং বিশেষভাবে বানানো হয়েছে। সেই বিশেষ ব্যক্তি আমার স্বামী। সূদূর ভারতে বসে আমার মুখে হাসি ফোটাতে এই কাজ করেছে।”

Leave A Reply

Your email address will not be published.