বিদেশী মডেল দিয়ে বিজ্ঞাপন নির্মাণ: যা বললেন তথ্যমন্ত্রী

204

ঢাকা: বিদেশী মডেল দিয়ে বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে বিধি-নিষেধ আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১০ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাটকোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান।

বিদেশী চ্যানেলে দেশী বিজ্ঞাপন প্রচার করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, বিদেশী চ্যানেলে দেশী বিজ্ঞাপন প্রচার করে আইন লঙ্ঘন করলে ক্যাবল অপারেটরদের লাইসেন্স বাতিলসহ আর্থিক জরিমানা করা হবে।

আবেদন করায় জাদু ভিশন ও ন্যাশন ওয়াইড লিমিটেডকে ১৫ দিন সময় দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠান দুটি ডাউনলিঙ্ক করে বিদেশী চ্যানেল দেখায়, তারাই নিয়ম লঙ্ঘন করে দেশি বিজ্ঞাপন বিদেশী চ্যানেলে প্রচার করছে। এর পরেও নিয়ম না মানলে প্রতিষ্ঠান দুটির লাইসেন্স বাতিল করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তথ্যমন্ত্রী।

বিদেশী চ্যানেলে বিজ্ঞাপন প্রচার এখন সম্পূর্ন বন্ধ হয়নি অভিযোগ করে এ্যাটকোর নেতৃবৃন্দ বলেন, এটা বন্ধ করতে হবে। বিদেশী চ্যানেলগুলোকে ক্লিন ফিড নিশ্চিত করতে হবে।

নেতারা বলেন, আগামী ১ বছরের মধ্যে টেলিভিশনগুলোকে ডিজিটালাইজেশনে আসতে হবে। এর মাধ্যমে সরকার দুই থেকে তিন হাজার কোটি টাকা ভ্যাট পেতে পারে।

Leave A Reply

Your email address will not be published.