জাতির পিতার স্বপ্ন ছিল দেশের মানুষের মুখে হাসি ফুটানো

223

ঢাকা: গবেষকদের নতুন নদেশের মানুষ যেন কোন ক্ষেত্রে পিছিয়ে না পড়ে, সর্বদা আপনারা (গবেষেক) নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে সামনের দিকে নিয়ে যাবেন বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এগুলোই আপনাদের কাছে রাষ্ট্রের চাওয়া। যাতে করে দেশের মানুষের উপকার হয়।

বুধবার (১০ এপ্রিল) বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা চেকপ্রদান অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

হাজার বছরে শ্রেষ্ট বাঙ্গালী, জাতির পিতার স্বপ্ন ছিল দেশের মানুষের মুখে হাসি ফুটানো। নিজের জীবনের অনেকটা সময় কারাভোগ করেছেন স্বাধীনতা ও স্বাধিকার আদায়ের লক্ষ্যে। তার (বঙ্গবন্ধু) সবসময় একটি চিন্তায় ছিলো ১২’শ মাইল দূরে দুটি দেশ শুধুমাত্র ধর্মের ওপর নির্ভর করে একত্রে থাকতে পারে না। তারপর দুটি দেশের বিশেষ করে ভাষা, সংস্কৃতি সব কিছুই ভিন্ন। তাই বাঙালিকে একটি সতন্ত্র জাতি হিসেবে লাভ করতে হবে। আর সেই চিন্তা থেকেই বাঙালি জাতিকে প্রস্তুত করেছিলেন বলে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও জানান, যেহেতু জাতির পিতা সবসময় স্বাধীনতার জন্য প্রস্তুতি নিয়ে রেখে নিয়েছিলেন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে ছিলেন। ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে তিনি সমস্ত দিক নির্দেশনা দিয়েছিলেন। যা দেশের মানুষ অক্ষরে অক্ষরে পালন করে এবং স্বাধীনতা অর্জন করে বাঙালি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে বুধবার (১০ এপ্রিল) সকালে অনুষ্ঠানস্থলে যোগদান করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতি বছরে ন্যায় এবারও ২০১৮-১৯ অর্থবছরে শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিশেষ গবেষণা অনুদান এবং এনএসটি ফেলোশিপের চেক বিতরণের জন্য গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের হাতে চেক তুলে দেবেন।

Leave A Reply

Your email address will not be published.