বিশ্ব সিরিজে স্বর্ণপদক জয় তুরস্কের প্রতিবন্ধী সাঁতারু সুমাইয়ার

263

স্পোর্টস ডেস্ক: আরও একটি সাফল্যের দেখা পেলেন তুরস্কের প্রতিবন্ধী নারী সাঁতারু সুমাইয়া বোয়াচ্চি। প্রতিবন্ধিতাকে জয় করে এবার প্যারা সুইমিং বিশ্ব সিরিজে স্বর্ণপদক জয় করলেন তিনি।

যদিও বহু আগেই বিশ্ব জয় করেছেন তুরস্কের এ প্রতিবন্ধী নারী সাঁতারু।ছিলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। সোমবার সাফল্যের মুকুটে যোগ করলেন আরেকটি পালক। প্যারা সুইমিং বিশ্ব সিরিজে জিতলেন স্বর্ণপদক।

বোয়াচ্চি ৫০ মিটার ব্যাক স্ট্রোকে সোনা জিতেছেন। গন্তব্যে পৌঁছতে তিনি সময় নেন ৪৫.২৮ সেকেন্ড। শারীরিক প্রতিবন্ধীদের তুর্কি ক্রীড়া ফেডারেশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এ প্রতিযোগিতা হয়েছে। সেখানে ১৯ দেশের ১৬০ অ্যাথলেট অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন তারা। সাঁতার বিভাগে সবাইকে পেছনে ফেলে সোনা বাগে আনেন সুমাইয়া।

Leave A Reply

Your email address will not be published.