আজারের জোড়া গোলে দুর্দান্ত জয় চেলসির

279

স্পোর্টস ডেস্ক: এদেন আজারের জোড়া গোলে জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠেছে চেলসি। একইসঙ্গে প্রথম পর্বে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে পয়েন্ট হারানোর প্রতিশোধও নিয়েছে মাওরিসিও সাররির দল। 

সোমবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে জিতে স্বাগতিকরা। সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে ওয়েস্ট হ্যামের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছিল ২০১৬-১৭ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।ম্যাচের ২৪তম মিনিটে একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন আজার। ৯০তম মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আজার। রস বার্কলির ক্রস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন আজার। 

৩৩ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে তৃতীয় স্থানে ওঠা চেলসির পয়েন্ট ৬৬। চার নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬৪। ৩৩ ম্যাচ খেলা লিভারপুল ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। 

Leave A Reply

Your email address will not be published.