ব্রিটিশ পাসপোর্ট থেকে উঠে গেল ‘ইউরোপিয়ান ইউনিয়ন’

292

আর্ন্তজাতিক ডেস্ক: ব্রেক্সিট তথা ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি ব্রিটিশ পার্লামেন্ট।

কিন্তু তার আগেই দেশটির পার্সপোর্ট থেকে তুলে ফেলা হলো ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ শব্দটি।নতুন এই এই পোস্ট চলতি মার্চ মাসের ৩০ তারিখ থেকে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসার মে’র চুক্তি অনুযায়ী গত ২৯ মার্চ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বৃটেনের আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই চুক্তি এখনও অনুমোদন না হলেও তার পরদিন নতুন এই পার্সপোর্ট ইস্যু করেছে দেশটির সরকার।

তবে এখনও কিছু মানুষ আগের পার্সপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি নতুন পাসপোর্টের স্টক ফুরিয়ে যায়।

সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.