টেলি সামাদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ঢাকা: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও কমেডিয়ান টেলি সামাদের মৃত্যুতে শোক প্রকাশ করছেন।
আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি টেলি সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, দেশের জনগণ চলচ্চিত্র ও নাটকে তার অবদান দীর্ঘদিন স্মরণ করবে।
রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
টেলি সামাদ আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই পুত্র, দুই কন্যা এবং অগনিত আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। তিনি গত কয়েক বছর ধরে বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে তার বাইপাস সার্জারি করা হয়।