কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি, ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে
ঢাকা: পবিত্র শবে বরাতের তারিখ- বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং আগামী সোমবার (৮ এপ্রিল) থেকে শাবান মাস শুরু হবে।
এই হিসাবানুযায়ী, আগামী ২১ এপ্রিল (১৪ শাবান) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয় ও জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।
কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।