বিশ্বকাপে তাসকিনকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা : নান্নু
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট (বিপিএল) চলাকালে ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়া জাতীয় দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ প্রায় দুই মাস পর বোলিংয়ে ফিরেছেন। মিরপুর একাডেমি মাঠে বৃহস্পতিবার ছোট রানআপে পাঁচ ওভার বল করেন তারকা এই ক্রিকেটার।
দীর্ঘদিন পর বোলিংয়ে ফিরতে পেরে খুশি তিনি। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন পেসার তাসকিন আহমেদ। তাই ইনজুরি থেকে লম্বা সময়ের পুনর্বাসন শেষে চিকিৎসকের পরামর্শে প্রথমবারের মতো বোলিং শুরু করেছেন। ডিপিএলের সুপার লিগ থেকে মাঠে ফিরতে চান এই স্পিড স্টার। তবে এখনও পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপে তাসকিনের জায়গা পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এদিকে, ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপে তাসকিনকে পেতে জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
সদ্য সমাপ্ত বিপিএলে বিধ্বংসী বোলিংয়ে নিজেকে ভিন্ন রূপে আবিষ্কার করেছিলেন তাসকিন। কিন্তু ঈর্ষা পড়ে কালো ছায়ার। ছিঁড়ে গিয়েছিলো গোড়ালির লিগামেন্ট। তাই ভেঙ্গেছিল অনেক সাধনার জাতীয় দলে ফেরার স্বপ্ন। গুরুতর ইনজুরি নিয়ে চার দেয়ালের মাঝে লম্বা সময়ের পুনর্বাসন।
গত কয়েক সপ্তায় দারুণ উন্নতির পর অবশেষে ৬২ দিন পর বল হাতে ছুটেছেন স্পিড স্টার। ইনজুরি থেকে ফিট হয়ে বোলিংও করেছেন পাঁচ ওভার।
তাসকিন বলেন, সবগুলো টেস্টে উত্তীর্ণ হয়েই বোলিং করতে নেমেছি আমি।
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ বাংলাদেশের স্কোয়াডে তাসকিনের থাকা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আমরা চাচ্ছি ও দ্রুত মাঠে ফিরে আসুক। তাহলে আমরা ওকে দেখে সিদ্ধান্ত নিতে পারবো। তবে তার আগের বাস্তবতা হল ফিট হতে হবে তাসকিনকে। ফিজিও’র কাছ থেকেও বোলিংয়ের ছাড়পত্র পেয়েছেন।