সংসদীয় কমিটিকে প্রশিক্ষণ দিতে আইএমএফ’কে স্পিকারের অনুরোধ
ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদীয় কমিটির কার্যক্রম শক্তিশালী করতে প্রশিক্ষণ আয়োজনের জন্য আইএমএফ’কে অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশে নিযুক্ত আইএমএফ এর আবাসিক প্রতিনিধি র্যাগনার গুডমুন্ডসন আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সংসদ ভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ অনুরোধ জানান।
স্পিকার আইএমএফ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, জাতীয় সংসদের সরকারি হিসাব,অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটিসমূহের দক্ষতা বৃদ্ধিতে আইএমএফ এর কাজ করার সুযোগ রয়েছে।
সাক্ষাৎকালে তারা আগামী ২৬ থেকে ২৭ মার্চ দিল্লীতে অনুষ্ঠিতব্য মাইক্রো ইকোনোমিক পলিসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং সেমিনার ফর লেজিসলেটর ইন সাউথ এশিয়া নিয়ে আলোচনা করেন।
র্যাগনার গুডমুন্ডসন দিল্লীতে দক্ষিণ এশিয়ার ৫টি দেশের সংসদ সদস্যদের নিয়ে আইএমএফ আয়োজিত সেমিনারের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং আইএমএফ এর কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।
এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।