স্বাধীনতার মাসে নিউইয়র্ক সিটি হলের সামনে পতাকা কর্মসূচি

280

আর্ন্তজাতিক ডেস্ক: নিউইয়র্ক সিটি হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ জাতীয় পতাকা কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সোসাইটির সহায়তায় এ কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ এ্যান্ড ট্রেনিং (সেফেস্ট)।

সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা এ উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, সিটি হলের সামনে ২৬ মার্চ জাতীয় পতাকা উত্তোলনের দাবি আদায়ে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সর্বস্তরের প্রবাসীকে আহবান জানাচ্ছি পতাকা হাতে অংশগ্রহণের জন্যে। একইসাথে, স্টেট পার্লামেন্ট ভবনের সামনেও যাতে পতাকা উত্তোলনের সিদ্ধান্ত আসে, সে তাগিদে বাংলাদেশিদের বন্ধু স্টেট এ্যাসেম্বলিম্যান ক্যটালিনা ক্রুজকে চিঠি দিয়েছি।২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৫টা থেকে নিউইয়র্ক সিটি হলে অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এর সমন্বয়ক কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির লিডার এটর্নি মঈন চৌধুরী। তিনিও প্রবাসীদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র সেক্টর্স কমান্ডার্স ফোরামের অনুষ্ঠান হবে ৩১ মার্চ জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে। কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজের উদ্যোগে অনুষ্ঠান হবে ১৩ মার্চ সন্ধ্যা ৬টায় ১২০-৫৫ কুইন্স বুলেভার্ডে অবস্থিত কুইন্স বরো হলে। আগের মতো এবারও ৩ জনকে পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিকে বরো হলের সাইটেশন প্রদান করা হয়েছে। এগুলোর তালিকা তৈরির ক্ষেত্রে বাছ-বিচার না করায় মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির লোকজনও তা পেয়েছে বলে অভিযোগ রয়েছে। এবারের সাইটেশন বিতরণের পরই জানা যাবে অতীত অভিজ্ঞতা থেকে বরো হলের বোধোদয় ঘটেছে কিনা।

স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে এবার ‘বাংলাদেশ ডে’ পালন করবে ডিসির মেয়র। নিউইয়র্ক অঙ্গরাজ্যেও স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচি রয়েছে। সে ব্যাপারে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

নিউইয়র্কসহ বাংলাদেশি অধ্যুষিত সকল সিটিতেই দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের প্রস্তুতি চলছে। জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।

লং আইল্যান্ডে নাসাউ কাউন্টিতে থিউডোর রুজভেল্ট এক্সিকিউটিভ এ্যান্ড লেজিলেটিভ বিল্ডিং-এ ২১ মার্চ সন্ধ্যা সাগে ৬টা থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে। সেখানকার প্রবাসীদের সহায়তায় কাউন্টি এ কর্মসূচি নিয়েছে। 

Leave A Reply

Your email address will not be published.