চীনে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের সব ফ্লাইট বাতিল

327

আর্ন্তজাতিক ডেস্ক: ১৫৭ জন আরোহী নিয়ে আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইনস-এর বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হয়। প্লেনটির আরোহীর সকলেই মারা গেছেন। এরপরই বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের প্লেনের সব ফ্লাইট বাতিলের নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ। 

চীনের বিমান নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলোকে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ প্লেনের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম সোমবার রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, কবে নাগাদ পুনরায় বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ প্লেনের ফ্লাইট শুরু করা হবে সে বিষয়ে পরে অবহিত করা হবে।

প্রসঙ্গত, বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮ প্লেনটি রবিবার সকালে ১৫৭ আরোহী নিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণ পরে আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফতু শহরের কাছে বিধ্বস্ত হয়। 

সূত্র : নিউ ইয়র্ক টাইমস 

Leave A Reply

Your email address will not be published.