বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে সুখবর!

253

নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রথম মহাকাশ যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে আগামী ১২ মে থেকে দেশের সব টিভি চ্যানেলের সম্প্রচার চলবে।

সোমবার (১১ মার্চ) সচিবালয়ে দেশের সকল টিভি চ্যানেলের মালিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রথম তিন মাস ফ্রি সম্প্রচার করবে বলেও জানান তিনি।

বৈঠকের আগে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, দেশে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের ব্যাপক বিকাশ হয়েছে। পাশাপাশি এসব চ্যানেল পরিচালনায় তৈরি হয়েছে নানা জটিলতা।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে আইন বহির্ভূতভাবে বিজ্ঞাপন প্রচার করছে। বিদেশ থেকে অনেক বিজ্ঞাপন তৈরি করে এনে তা এদেশে প্রচার করা হচ্ছে। নানা কারণে টেলিভিশনে উপার্জন করে তা থেকে ব্যয় করার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়েছে এবং ভর্তুকি দিতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের চুতুর্থ স্তম্ভ। রাষ্ট্রে টেলিভিশনের গুরুত্ব ও দায়িত্ব দুটোই অপরিসীম। এমন কোনো মানুষ নেই যারা বাড়িতে টেলিভিশন আছে কিন্তু টেলিভিশনের সামনে বসে না।

টেলিভিশন আমাদের দেশে বিনোদন যেমন দিচ্ছে, সংবাদ পরিবেশন করছে, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করছে তেমনি সমাজের চিত্র পরিস্ফুটনের ক্ষেত্রে এবং দায়িত্বশীলদের সমালোচনা করার ক্ষেত্রে এসব চ্যানেল অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

মন্ত্রী বলেন, ‘আজকের বৈঠকে আমরা টেলিভিশন চ্যানেলগুলোর পরিচালনায় সমস্যা নিয়ে আলোচনা করবো। দেশের উন্নয়নে টেলিভিশন চ্যানেলগুলো কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে তা নিয়েও আজ আলোচনা হবে। সমাজের মনন তৈরি হওয়ার ক্ষেত্রে টেলিভিশনগুলো কীভাবে কাজ করতে পারে তা নিয়েও টেলিভিশন মালিকদের সঙ্গে আলাপ করা হবে।’

Leave A Reply

Your email address will not be published.