‘আমাদের চ্যালেঞ্জ প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে কাজে লাগাতে হবে’

397

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা যেসব চ্যালেঞ্জ গ্রহণ করেছি, তা প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে কাজে লাগাতে হবে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে মঙ্গলবার দুপুরে প্রবাসে বসবাসরত প্রকৌশলীদের দুদিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের যেসব প্রবাসী মেধাবী প্রকৌশলী দেশকে আরও সমৃদ্ধ করার চিন্তা করছেন তাদের স্বাগত জানাই। প্রবাসীদের এ উদ্যোগ আমাদের দেশের উন্নয়নকে আরও গতিশীল করবে। 

পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইআরডির ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, কনভেনশনের আহ্বায়ক আজাদুল হক।

Leave A Reply

Your email address will not be published.