শততম শিরোপা জয়ের দাঁড়প্রান্তে ফেদেরার

470

স্পোর্টস ডেস্ক: জার্মানীর ফিলিপ কোলসক্রেইবারকে ৬-৪, ৩-৬, ৬-১ গেমে পরাজিত করে দুবাই ওপেনে শুভ সূচনা করেছেন রজার ফেদেরার। একইসাথে ক্যারিয়ারের শততম শিরোপা জয়ের পথে নিজেকে একধাপ এগিয়ে নিয়ে গেলেন সুইস এই সুপারস্টার।

দ্বিতীয় বাছাই ফেদেরার দুবাইয়ের এভিয়শেন ক্লাবে অবশ্য কোলশ্রেইবারের কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়েছিলেন। প্রথম রাউন্ডের বাঁধা পেরুতে পুরো তিন সেটই তাকে খেলতে হয়েছে। প্রথম সেট ৬-৪ গেমে জয়লাভের পর দ্বিতীয় সেটে ৩-৬ গেমে পরাজিত হতে বাধ্য হন ফেদেরার। এরপর অবশ্য তৃতীয় সেট দারুণভাবে ফিরে এসে মাত্র ৯ মিনিটেই ৬-১ গেমে কোলশ্রেইবারকে উড়িয়ে দিয়েছেন। এই নিয়ে টানা ১৪ বারের মত কোলশ্রেইবারের বিপক্ষে জয় তুলে নিলেন সুইস সেনসেশন।দ্বিতীয় রাউন্ডে সাতবারের দুবাই চ্যাম্পিয়ন ফেদেরারের প্রতিপক্ষ স্প্যানিশ ফার্নান্দো ভারডাসকো। প্রথম রাউন্ডে ভারডাসকো ইতালিয়ান থমাস ফ্যাবিয়ানোকে ৩-৬, ৬-৩, ৬-২ গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

প্রথম রাউন্ডের ম্যাচ শেষে ২০বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার বলেছেন, ‘এই ম্যাচ জিততে পেরে আমি দারুন খুশী। এখানকার কন্ডিশন কিছুটা বিদঘুঁটে। ফিলিপ আমাকে বেশ কয়েকবার সমস্যা ফেলেছে। মাঝে মাঝে বেশ বিরুপ পরিস্থিতিতে খেলতে হয়েছে। পরে অবশ্য সব ঠিক হয়ে যায়। আমি এখানকার ম্যাচগুলো সম্পর্কে জানি। তবে আজকের রাতের কন্ডিশনটা সত্যিকার অর্থেই কঠিন ছিল।’

প্রথম রাউন্ডে ফেদেরার জয়ী হলেও বাছাই খেলোয়াড় হিসেবে পরাজিত হয়ে বিদায় নিয়েছন কারেন কাশানভ ও মিলোস রাওনিক। রাশিয়ান চতুর্থ বাছাই কাশানভ মাত্র ৬৯ মিনিটের লড়াইয়ে ৪-৬, ১-৬ গেমে জর্জিয়ান নিকোলো বালিশাভিলির কাছে ও বিশ্বের ১৪ নম্বর খেলোয়াড় কানাডিয়ান রাওনিক জার্মানীর ইয়ান-লিনার্ড স্ট্রার্ফের কাছে ৪-৬, ৭-৫ ও ৪-৬ গেমে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.