৫ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

278

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশান অনুযায়ী প্রতি ১০ হাজার লোকের জন্য ১২ জন ডাক্তার থাকা দরকার। আমাদের আছে মাত্র ৪ জন। হাসপাতালগুলোতে ডাক্তার সংকট কাটানোর জন্য ১০ হাজার ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামী মার্চের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে। বিষয়টি এখন পিএসসিতে আছে। এই ১০ হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হলে ডাক্তারের সমস্যা আর থাকবে না। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদের বৈঠকে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় সংসদে সরকারি দলের শাহে আলমের (বরিশাল-২) ও জাপার সংসদ সদস্য আতিউর রহমান আতিকের (শেরপুর-১) সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

Leave A Reply

Your email address will not be published.