নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে পান্ডিয়া

332

স্পোর্টস ডেস্ক: কফি উইথ করণ-শোতে নারীদের নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাময়িক নিষেধাজ্ঞায় পড়েন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া ও ব্যাটসম্যান লোকেশ রাহুল। তবে দু’জনেরই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বোর্ড। এরই মধ্যে নিউজিল্যান্ডে অবস্থান করা ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন হার্ডিক পান্ডিয়া।

অন্যদিকে, ভারতীয় ‘এ’ দলে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। নিউজিল্যান্ডে চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে একাদশেও আছেন পান্ডিয়া। মাউন্ট মাউনগানুইতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বিরাট কোহলির দল।টসে জিতে আগে ব্যাট করছে স্বাগতিকরা। দলে নেই অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি।

Leave A Reply

Your email address will not be published.