শ্বাসরুদ্ধকর ম্যাচে রোনালদোর গোলে জুভেন্টােসের জয়

327

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে লাৎসিওকে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ে সিরি আ লিগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে জুভেন্টাস। ২১ ম্যাচে ১৯ জয়ে তাদের পয়েন্ট ৫৯।

লাৎসিওর মাঠে দুই দলের লড়াই হয়েছে সমানে সমান। প্রথমার্ধ শেষ হয় কোনও গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় লাৎসিও। ম্যাচের ৫৯ মিনিটেই প্রথম গোল পায় স্বাগতিক শিবির। তবে সেই গোলে অবদান ছিল জুভেন্টাসের ফুটবলার এমরি কানের। তার আত্মঘাতী গোলে লিড পায় লাৎসিও।তবে সেই গোল শোধ করতে ওল্ড লেডিরা সময় নেয় ১৫ মিনিট। ম্যাচের ৭৪ মিনিটের মাথায় ইতালির ক্লাবটির হয়ে প্রথম গোল করেন দলটির পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলো। ১-১ গোলের ম্যাচটি যখন ড্রয়ের পথে তখনই জুভিদের ত্রাতা হিসেবে আসেন রোনালদো। ৮৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটি করেন এই পর্তুগিজ সুপারস্টার। 

২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন মেসিমিলানো অ্যালেগ্রির শিষ্যরা।

Leave A Reply

Your email address will not be published.