পুলিশ বাহিনীতে জনবল বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রীকে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীতে জনবল বাড়ানোর অনুমোদন প্রার্থনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছে এ অনুমোদন প্রার্থনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে শেখ হাসিনা মন্ত্রণালয়ে পৌঁছলে আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা স্বাগত জানান।
মন্ত্রণালয়ে অবস্থানের সময় জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাইকে কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদার করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী।