লিভারপুলকে বিদায় করে উলভারহ্যাম্পটনের দুর্দান্ত জয়

234

স্পোর্টস ডেস্ক: সোমবার রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও উলভারহ্যাম্পটন ওন্ডারার্স। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দল লিভারপুল ম্যাচটি হয়তো হালকা করেই নিয়েছিল! তাইতো অপেক্ষাকৃত দুর্বল দল মাঠে নামিয়েছিল। আর তাতেই উলভারহ্যাম্পটনের কাছে ২-১ ব্যবধানে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে লিভারপুল।

এদিন নিজেদের ঘরের মাঠে উলভস ৩৮ মিনিটে এগিয়ে যায়। এ সময় দলটির মেক্সিকান ফরোয়ার্ড রাউল জিমিনেজ মাঝ মাঠের একটু সামনে বল পেয়ে দ্রুত ডান পাশ দিয়ে এগিয়ে যান। ডি বক্সের ডানপাশ দিয়ে ঢুকেই শট নেন। লিভারপুলের গোলরক্ষক সিমন মিগনোলেটের নাগালের বাইরে দিয়ে বল জালে আশ্রয় নেয়।
 
বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে লিভারপুলের বেলজিয়ান ফরোয়ার্ড ডিভক ওরিজি গোল করে সমতা ফেরান। অবশ্য বেশিক্ষণ এই সমতা স্থায়ী হয়নি। ম্যাচের ৫৫ মিনিটে আবারো এগিয়ে যায় উলভস। এ সময় ২৭ গজ দূর থেকে উলভসের পর্তুগীজ ফুটবলার রুবেন নেভেস গোল করে আবারো এগিয়ে নেন দলকে। বাকি সময়ে অবশ্য উলভারহ্যাম্পটনকে আর ছুঁতে পারেনি লিভারপুল।  ফলে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয় শিরোপা প্রত্যাশীদের। 

Leave A Reply

Your email address will not be published.