কুরআন হাতে শপথ মার্কিন মুসলিম এমপিদের

291

আর্ন্তজাতিক ডেস্ক: পবিত্র কুরআন শরিফের ওপর হাত রেখে শপথ নিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে প্রথমবারের মতো নির্বাচিত দুই মুসলিম নারী।

বৃহস্পতিবার ইতিহাস গড়ে তারা এ শপথ নেন। খবর ডন নিউজের।তবে কুরআন ব্যবহার করে শপথ নেয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০০৭ সালে কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কেইথ এলিসনও জেফারসনের ওই কুরআন ব্যবহার করে শপথ নিয়েছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১১৬তম কংগ্রেসে এসে প্রথমবারের মতো মুসলিম সম্প্রদায় থেকে দু’জন নারী নির্বাচিত হন। তারা হলেন- ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব ও সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর। ৪৩৫ আসনের মার্কিন প্রতিনিধি পরিষদে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে তারাই প্রথম প্রতিনিধি।

Leave A Reply

Your email address will not be published.