গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান তাইওয়ানের

290

আর্ন্তজাতিক ডেস্ক: দেশের গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। শনিবার তিনি এই আহ্বান জানান। খবর দ্য টেলিগ্রাফের। 

এর আগে গত বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হুমকি দিয়ে বলেছেন, তাইওয়ানের একত্রিকরণ নিশ্চিত করার একটি পন্থা হিসেবে বেইজিং সেখানে তাদের সামরিক বাহিনীর ব্যবহার পরিত্যাগ করবে না।তিনি ওই সময় আরও বলেন, তাইওয়ান কোনও একদিন চীনের মূল ভূখণ্ডের সঙ্গে আবারো একীভূত হবে।

চীনের এমন হুমকির পর তাইওয়ানের প্রেসিডেন্ট এ আহ্বান জানালেন।

সাই বলেন, আমরা আশা করছি আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে এবং আমাদের সমর্থন ও সাহায্য করবে।

এসময় তিনি চীনের হুমকি প্রসঙ্গে বলেন, চীন সামরিক শক্তির ব্যবহারে তাইওয়ানকে তাদের কন্ট্রোলে নিতে চায়।

Leave A Reply

Your email address will not be published.