সৌদিতে খাশোগি হত্যাকাণ্ডের বিচার ‘যথেষ্ট নয়’ : জাতিসংঘ

317

আর্ন্তজাতিক ডেস্ক: সৌদি আরবে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া চলছে তা ‘যথেষ্ট নয়’ বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, আন্তর্জাতিক সম্পৃক্ততার মাধ্যমে এ হত্যাকাণ্ডের সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি খুন হওয়ার ঘটনায় ১১ সন্দেহভাজনের বিচারের একদিন পর জাতিসংঘের কর্মকর্তা এমন মন্তব্য করেন।এদিকে, বিচারে সৌদি এক কৌঁসুলি সন্দেহভাজন ১১ জনের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ডের আবেদন জানান। যার মাধ্যমে ২ অক্টোবর আলোচিত ওই খুনের ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনা তৈরি হয়।

উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র আনার প্রয়োজনে গেলে নিখোঁজ হয়ে যান সাংবাদিক খাশোগি। এ ঘটনার পর থেকে তুরস্ক দাবি করে আসছিল- সৌদি কনস্যুলেটের ভেতরেই জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.