টেস্ট ক্রিকেটে উত্তেজনা বাড়াচ্ছে ‘স্টাম্প মাইক্রোফোন’
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার চলতি টেস্ট সিরিজে স্টাম্প মাইক্রোফোনের ব্যবহার কি ক্রিকেটকে বিতর্কিত করে দিচ্ছে না কি আকর্ষণীয় করে তুলছে? এই প্রশ্ন নিয়ে নতুন তোলপাড় শুরু হয়েছে ক্রিকেটে। পার্থে দু’দলের অধিনায়কের মধ্যে সম্পর্কের অবনতির আশঙ্কা তৈরি হলেও অনেকে কিন্তু মনে করছেন, স্টাম্প মাইক্রোফোন নতুন বিনোদন নিয়েই হাজির হয়েছে।
আইসিসি’র একটি নিয়ম পরিবর্তন স্টাম্প মাইক্রোফোনের ব্যবহারকে আরও বিতর্কিত করে দিয়েছে। আগে নিয়ম ছিল, শুধু বল যখন হবে তখনই স্টাম্প মাইক্রোফোন খোলা থাকবে। বল যখন হবে না, তা ব্যবহার করা চলবে না। মাঠের মধ্যে অশোভন আচরণ রুখতে ক্রিকেটের নিয়ামক সংস্থা সম্প্রতি বলে দিয়েছে, বোলিং না হওয়ার সময়েও স্টাম্প মাইক্রোফোন চালু রাখা যেতে পারে।আবার অলিখিত নিয়ম হচ্ছে, সম্প্রচারকারী চ্যানেল কখন মাইক ‘অন’ রাখবে সেটা তাদের ব্যাপার। কোন কথোপকথনকে দর্শকদের জন্য ব্যবহার করবে, কোনটাকে সেন্সর করবে, সম্পূর্ণ ভাবে তাদের হাতে।
টিভি দর্শকদের দিক থেকে যদিও উত্তেজনার পারদ অনেক বাড়িয়ে দিচ্ছে স্টাম্প মাইক্রোফোন। টিভি দর্শকেরা যেমন শুনতে পেয়েছেন, মার্কাস হ্যারিস বলছেন ঋষভ পন্থকে, ‘‘এই বলটায় আউট হয়ে গেলে আজ রাতেই তুমি ডিস্কোয় যেতে পারবে। সোমবার রাতে পার্থের ডিস্কোয় দারুণ মিউজিক বাজে।’’
আবার নেথান লায়ন বলছেন হনুমা বিহারীকে, ‘‘কী গো, ক্রিসমাসে কোথায় ছুটি কাটাবে ভাবছ? আমি শুনেছি হ্যামিল্টন আইল্যান্ড খুব ভাল জায়গা।’’ ক্রিসমাসে হ্যামিল্টন আইল্যান্ডে ছুটি কাটাতে যাওয়ার পরামর্শ মানে ঘুরিয়ে বলে দেওয়া, বক্সিং ডে টেস্টে তো তোমার জায়গা হচ্ছে না দলে।
আবার প্যাট কামিন্স ব্যাট করছেন। উইকেটের পিছন থেকে ক্রমাগত কথা বলে চলেছেন ঋষভ পন্থ। এক বার বললেন, ‘‘প্যাটি, তোমার ছক্কা মারা দেখতেই তো লোকে মাঠে এসেছে। মারো, ছক্কা মারো।’’
অন্যদিকে, মুরলী বিজয় ব্যাট করছেন। এ বার উইকেটের পিছনে অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেন। বলে উঠলেন, ‘‘বিজয়, আমি জানি কোহালি তোমার ক্যাপ্টেন। কিন্তু তুমি নিশ্চয়ই এ রকম এক জনকে পছন্দ করতে পারো না, তাই না?’’