‘মাশরাফি না থাকার সুবিধা পাবে উইন্ডিজ’

238

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজ শেষ হয়েছে শুক্রবার। শনিবার তাই বিশ্রামে ছিল বাংলাদেশ টি-২০ দল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের গা ছাড়া দেওয়ার সুযোগ কই। টেস্টে ধবলধোলাই হওয়ার পর ওয়ানডে সিরিজে হেরেছে তারা। ওদিকে টি-২০ চ্যাম্পিয়ন তকমা আছে গায়ে সেটে। এবার তাই টি-২০ সিরিজে অন্তত ঘুরে দাঁড়াতে চাই তারা।

ওয়েস্ট ইন্ডিজ যে ম্যাচ জিতছে না তা কিন্তু নয়। সিরিজ জিততে পারছে না তারা। ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জিতেছে। তার আগে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে একটি ওয়ানডেতে জয় পেয়েছে। বাংলাদেশের বিপক্ষেও একটি ওয়ানডেতে জয় পেয়েছে ক্যারিবিয়রা। উইন্ডিজের স্পিন পরামর্শক সাকলায়েন মুশতাক তাই মনে করেন, দলটির ধারাবাহিক জয় পাওয়ার কৌশল শিখতে হবে।

তিনি বলেন, ‘এই দলের ক্রিকেটাররা শেখার মধ্যে আছে। তারা বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছে। এখানে ওয়ানডে ম্যাচ জিতলো। এই দলে যারা আছে দারুণ ক্রিকেটার তারা। আরও ধারাবাহিক হয়ে কিভাবে জেতা যায় এদের সেটাই শিখতে হবে। আজ কিংবা কাল তারা দেশের হয়ে ভালো ক্রিকেট খেলবে। কাজ করার জন্য এরা খুব ভালো একটি দল।’

পাকিস্তানের সাবেক এই লিগ স্পিনার মনে করেন, বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ থেকে অনেক কিছু শিখেছে বিশু-চেজরা। উইকেট বুঝে গতি নিয়ন্ত্রন করে বল করার শিক্ষা পেয়েছে তারা, ‘বিশু শেষ ম্যাচটায় খুব ভালো বোলিং করেছে। চেজও ভালো করেছে। এখন তাদের ভিন্ন ভিন্ন মাঠে, ব্যাটসম্যান বুঝে, কন্ডিশন বুভে বল করা শিখতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে ভালো করেছেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু টি-২০ থেকে অবসর নেওয়ায় খেলবেন না তিনি। তার জায়গায় বাংলাদেশ দলে আসবেন অন্য কেউ। কিন্তু নেতা মাশরাফির অনুপস্থিতি ওয়েস্ট ইন্ডিজকে বাড়তি উৎসাহ দেবে বলে মনে করেন সাকলায়েন মুশতাকের। আর এটাই টি-২০ সিরিজে এগিয়ে দেবে উইন্ডিজকে, ‘নেতা দলকে অনেক এগিয়ে দিতে পারে। ভালো অধিনায়ক থাকলে এবং তিনি যদি দলটাকে গুছিয়ে রাখেন তার সুবিধা অনেক। তবে আমাদেরকে সেরাটা দিয়ে খেলতে হবে।’ 

Leave A Reply

Your email address will not be published.