ইরানের বিরুদ্ধে বিমানবাহী যুদ্ধাজাহাজ পাঠাচ্ছে আমেরিকা

258

আর্ন্তজাতিক ডেস্ক: পারস্য উপসাগরে ইরানকে মোকাবেলা করতে নতুন করে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরী ইউএসএস জন সি স্টেইনিস এবং তার সঙ্গে কয়েকটি যুদ্ধজাহাজ বর্তমানে ভারত মহাসগর পাড়ি দিচ্ছে এবং চলতি সপ্তাহের শেষ দিকে তা পারস্য উপসাগরে পৌঁছাবে। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে প্রেস টিভি’র।

মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাবের সরাসরি জবাব দিতে আমেরিকা যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। অবশ্য এ জাহাজ থেকে ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে চলমান সামরিক অভিযানে অংশ নিতে পারবে মার্কিন জঙ্গিবিমান।

এদিকে এর মাধ্যমে গত আট মাসের মধ্যে এই প্রথম আমেরিকা পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়ে তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিল। গত দুই দশকের মধ্যে এটাই সবচেয়ে দীর্ঘসময় যখন পারস্য উপসাগরে আট মাস ধরে আমেরিকার কোনো বিমানবাহী যুদ্ধজাহাজ ছিল না।

Leave A Reply

Your email address will not be published.